বরুড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
এম.ডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় ৫৯ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরুড়া থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার এ এস আই ইসমাঈল, শিমুল, মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পরানপুর থেকে জসিম উদ্দিন (২৬) নামের এক যুবককে ৫৯ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। আটককৃত জসিম উপজেলার আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামের মহিববুল্লাহ মেম্বারের ছেলে। এলাকাবাসী জানায়, সে দীর্ঘ যাবৎ এ ধরনের অবৈধ ব্যবসা চালিয়ে আসছে, আটককৃত মাদক ব্যবসায়ী জসিমের বাবা ম্বোরের হওয়ায় ভয়ে এলাকায় কেউ তাদের বিরোদ্ধে মুখ খুলতে সাহস পায় না।
এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে এবং এ সমাজ থেকে মাদককে র্নিমূল করতে এ অভিযান অব্যাহত থাকবে।