বরুড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে ছুরিকাঘাত করলো ছোট ভাই

এমডি. আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া উপজেলায় ভাউকসার ইউনিয়নের মুগগাঁও গ্রামের সাতকানি বাড়ি আরব আলী ছেলে জাকির হোসেন তার আপন বড় ভাই জহির হোসেনকে হত্যার উদ্দেশ্য ছুড়িঘাত করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুর ২টায় উপজেলার ভাউকসার ইউনিয়নের মুগগাঁও গ্রামের সাতকানি বাড়িতে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, উপজেলার ভাউকসার ইউনিয়নের মুগগাঁও গ্রামের সাতকানি বাড়ি আরব আলী ছেলে জাকির হোসেন তার আপন বড় ভাই জহির হোসেনকে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুড়িকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। কর্তব্যরত সার্জনরা প্রায় ৪ ঘন্টা ধরে অপারেশন সম্পন্ন করেন।
জহিরের বড় ভাই বলেন, জাকির পরিবার কিংবা বাইরের কাউকে মানে না, একের পর এক ঘটনা করে যাচ্ছে। যে কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। সে আরও বহু ঘটনা ঘটিছে। সে নেশা করে। এই নিয়ে পরিবারের কলহ লেগে থাকে।
এই বিষয়ে বরুড়া থানার এসআই উত্তম কুমার সরকার বলেন, আসামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা পক্রিয়াধীন।