শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় ৫ জন জয়িতা নারীকে সংবর্ধনা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৯, ২০২০
news-image

 

এমডি. আজিজুর রহমান,বরুড়া:

কুমিল্লার বরুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বরুড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগমের সভাপতিত্বে এ সংবর্ধনা ও সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেগম নাহিদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, বরুড়া থানা পুলিশের এসআই বিকাশ চন্দ্র ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী সাকিলা জামান।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ ৫ জন জয়িতাকে নারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

আর পড়তে পারেন