বরুড়ায় বিজয় দিবস পালিত

এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া উপজেলায় যথযথ মর্যাদার মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
রবিবার (১৬ ডিসেম্বর) বরুড়া উপজেলা প্রশাসন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পর্যায়েক্রমে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ ও মুক্তিযোদ্ধা কমান্ডার শামছুল হক সর্দার প্যারেড দলের সালাম গ্রহন করেন। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয় এবং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।