বরুড়ায় ভাড়া বাসায় এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

সাকিব আল হেলালঃ
কুমিল্লার বরুড়া উপজেলার উপজেলা সদরের অফিস পাড়ায় নান্টু(২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে বরুড়ার অফিস পাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত নান্টুর বাড়ি পিরোজপুর জেলায় বলে জানা যায়।
পরিবার সূত্রে জানা যায়,দুপুরে পরিবারের সবার অজান্তে নিজ গৃহের ঝুঁলন্ত পাখার সাথে ফাঁসি দেয়।পরে তার স্ত্রী কক্ষে ঢুকে দেখে নান্টুর ঝুঁলন্ত দেহ।তা দেখে চিৎকার দেয় নান্টুর স্ত্রী।পরে পরিবারের অন্যনোসহ প্রতিবেশিরা ছুটে এসে নান্টুর ঝুঁলন্ত লাঁশ দেখে পুলিশকে খবর দেয়।
বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন,পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।সুরতহাল তৈরি করে লাঁশ থানায় এনে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হবে।ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে “।