সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় হিন্দু যুবকের রহস্যজনক মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১, ২০১৮
news-image

সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়া উপজেলায় তাপস চন্দ্র সরকার (৩০) নামে এক যুবকের গাছের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে উপজেলার ৩নং উঃ খোশবাস ইউনিয়নের কড়িয়া গ্রাম থেকে ঝুঁলন্ত মরদেটি উদ্ধার করা হয়।

নিহত তাপস চন্দ্র সরকার বরুড়া উপজেলার ৩নং খোশবাস ইউনিয়নের কড়িয়া হিন্দুবাড়ির মনোরঞ্জন সরকারের ছেলে। তাপস দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়,তাপস বেশ কয়েকদিন ধরে হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহন করার প্রস্তুতি নিচ্ছিল। এ নিয়ে তার পরিবারসহ হিন্দু সমাজের সাথে দ্বন্দ্ব চলছে বেশ কয়েকদিন ধরে। বৃহস্পতিবার তার ধর্মান্তর হওয়ার কথা ছিল। হয়তো এরই কারনে তাপসকে রাতের কোন এক সময় হত্যা করে গাছের সাথে ফাঁস দিয়ে ঝুঁলিয়ে রাখা হয়েছে।

৩ নং উঃ খোশবাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার নাজমুল হাসান সরদার বলেন,এটা আত্মহত্যা নয় এটা হত্যা। তাকে যেভাবে গাছে ঝুঁলিয়ে রাখা হয়েছে, তা দেখে বোঝা যায় এটা হত্যাকান্ড।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ জানান, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। মরদেহের ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আর পড়তে পারেন