বরুড়ায় ১শ টাকা চুরির অপবাদে শিশু শ্রমিককে নির্যাতন
এম ডি আজিজুর রহমান ঃ
কুমিল্লার বরুড়া পৌরসভা সংলগ্ন চৌরাস্তার মোড়ে ফার্নিচার দোকানে একশ টাকা চুরির অপবাদে মোঃ রিয়াজ (১৩) নামের এক শিশুকে অমানবিক শারিরীক নির্যাতন করেছে দোকান মালিক সোহেল।
শনিবার (১৪ অক্টোবর) রাতে এ নির্যাতনের ঘটনা ঘটে।
নির্যাতিত শিশু রিয়াজ বরুড়া উপজেলার অর্জুনতলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনায় পুলিশ দোকান মালিক সোহেল ও সুমনকে আটক করে বরুড়া থানায় নিয়ে যায়।এমরান নামের নামের একজন পলাতক রয়েছে। আটক হওয়া সোহেল একই গ্রামের আইয়ুব আলীর ছেলে।
বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, আসামিদ্বয়কে সোমবার মোবাইল কোর্টে সোর্পদ করা হবে।