বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ফল ২০১৯ সেমিস্টারের ওরিয়েন্টেশন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), অডিটোরিয়ামে ফল ২০১৯ সেমিস্টারের স্নাতক পর্যায়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত ওরিয়েন্টশন প্রোগ্রামে ফল-২০১৯ সেমিস্টারের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগত বক্তব্য রাখেন, বাইউস্ট রেজিস্টার কর্নেল সুমন কুমার বড়ুয়া, পিএসসি (অব.)।
উদ্বোধনী বক্তব্যে তিনি উচ্চ শিক্ষার গুরুত্ব এবং শিক্ষা জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ উত্তরণের বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক বিষয়াবলী আলোচিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনগণ, বিভাগীয় প্রধান, শিক্ষকগণ এবং বিভিন্ন শাখার কর্মকর্তারা এ প্রোগ্রামে উপস্থিত ছিলেন।