শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার সন্তান মুরাদের আয়ারল্যান্ড থেকে পিএইচডি ডিগ্রী অর্জন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১২, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

ডক্টর মোহাম্মদ আহসান আদিব মুরাদ। আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ ডাবলিন থেকে সফলতার সাথে পিএইচডি ডিগ্রী অর্জন করেছে।

সে Modeling and Stability Analysis of Power Systems with Discontinuous Right Hand Side Differential, Algebraic Equations বিষয়ে গবেষণা করে সফলতার সাথে ডিগ্রী অর্জন করেন।

মুরাদ কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এএসএসি ও এইচএসসি এবং ওআইসি পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ( আইইউটি) থেকে ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স বিষয়ে বিএসসি সম্পন্ন করেন। পরে ইউরোপীয় ইউনিয়ন স্কলারশিপ নিয়ে লুবেন ইউনিভার্সিটি থেকে এমএস করেন।

মুরাদের বাবা কুমিল্লা নগরীর রাজগঞ্জের সুজন টিন ঘরের স্বত্বাধিকারী, মাতা গৃহিণী ও একমাত্র চাচা সাংবাদিক আনোয়ার হোসাইন বৈশাখী টিভি কুমিল্লা সংবাদদাতা। তার সহধর্মিণী জাকিয়া নাজনীন ৩৮ তম বিসিএসে চিকিৎসা ক্যাডারে উত্তীর্ণ। বর্তমানে কুমিল্লা সদর হাসপাতালে কর্মরত।

তার পৈত্রিক বাড়ি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের শিমড়া গ্রামে।
সে সকলে কাছে দোয়া কামনা করছেন।।

আর পড়তে পারেন