বাংলাদেশ থেকে কাতারে দক্ষ শ্রমিক নিয়োগের সম্ভাবনা নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক
ইউসুফ পাটোয়ারী লিংকন,কাতার থেকেঃ
গত ৪ই ফেব্রুয়ারি শ্রম সংক্রান্ত বিষয়ে কাতারে অবস্থানরত বাংলাদেশী শ্রমিকদের নানাবিধ সুবিধা এবং দক্ষ শ্রমিক নিয়োগের সম্ভাবনা নিয়ে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ এবং কাতারের প্রশাসনিক উন্নয়ন ও শ্রমমন্ত্রী ইউসুফ বিন মুহাম্মদ আল উসমান ফাখরু এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হোন।
বৈঠকে আলোচনা হয় যেহেতু সামনে কন্সট্রাকশনের কাজ কমে যাচ্ছে সেহেতু সেবামূলক কাজের জন্য দক্ষ শ্রমিক প্রয়োজন যেমনঃ হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল, মেট্রোরেল, সিকিউরিটিসহ বিভিন্ন সেক্টরে দক্ষ শমিকের প্রয়োজন হবে তাই বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিকের সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে কাতারে। এ সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন বাংলাদেশ দুতবাসের প্রথম সচিব মোঃ রবিউল হোসাইন।