শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঙ্গরায় ৮০ কেজি গাজাসহ তিনজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৬, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার :

৮০ কেজি গাঁজা ও ২টি সিএনজি অটোরিক্সাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংগরা থানা পুলিশ।

৫ জুলাই রাতে বাঙ্গরা বাজার থানা পুলিশ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে আন্দিকুট ইউনিয়নের পাক দেওড়া দক্ষিণ পাড়ার জুুজু মিয়া বসতঘরের পূর্ব পাশে দেওড়াগামী কাঁচা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করে একই সাথে পৃথক পৃথক দুটি সিএনজি অটোরিকশা আটকে তল্লাশি করে উক্ত সিএনজি অটোরিকশা হতে মোট ৮০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

আটক হওয়া দুইজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ৯ নং ওয়ার্ডের কামালপুর গ্রামের মোহাম্মদ রফিক সরকারের ছেলে মোঃ সোহেল মিয়া(২২) এবং কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া@ সিজান আহাম্মদ(৩০) ও হাসান আলীর ছেলে আবু কক্কর ছিদ্দিক লিপু(২৪)।

পরবর্তীতে আটককৃত গাঁজাসহ দুইটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

এই ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

আর পড়তে পারেন