শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাতিল হচ্ছে ভারতীয়দের দুবাইয়ের ভিসা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১১, ২০২৪
news-image

বাতিল হচ্ছে ভারতীয়দের দুবাইয়ের ভিসা

ডেস্ক রিপোর্ট:

ভারতীয় পর্যটকরা হোটেল বুকিং এবং বিমানের টিকিট করার পরও দুবাই যাওয়ার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হচ্ছেন। সংযুক্ত আরব আমিরাত প্রশাসনের নতুন ভিসা নিয়মাবলী কঠোর হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে।

অনেক ভারতীয়ের ভিসা আবেদন সম্প্রতি পর পর বাতিল হচ্ছে। পূর্বে যেখানে দুবাই ভিসার ৯৯ শতাংশ আবেদন অনুমোদিত হতো, বর্তমানে পরিস্থিতি পরিবর্তন হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রয়োজনীয় সব নথি জমা দেওয়ার পরও অনেক ক্ষেত্রে ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাত সরকার সম্প্রতি দুবাইয়ের পর্যটকদের জন্য ভিসা আবেদনের প্রক্রিয়ায় নতুন এবং কঠোর নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা আবেদনকারীদের হোটেল বুকিংয়ের তথ্য এবং ফেরার বিমানের টিকিট জমা দিতে হবে।

এছাড়াও, যদি কোনো পর্যটক দুবাইয়ে আত্মীয় বা বন্ধুর বাসায় থাকেন, তবে সেই আত্মীয় বা বন্ধুর বিস্তারিত তথ্য জমা দিতে হবে।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগে এক থেকে দুই শতাংশ ভিসা আবেদন বাতিল হতো। কিন্তু এখন এই হার বেড়ে গেছে। বর্তমানে প্রতিদিন ১০০টি আবেদনের মধ্যে পাঁচ থেকে ছয়টি ভিসা বাতিল হচ্ছে।

এক পর্যটন সংস্থার কর্মকর্তা নিখিল কুমার জানিয়েছেন, নিশ্চিত বিমান টিকিট এবং হোটেল বুকিং থাকা সত্ত্বেও অনেক আবেদন বাতিল হচ্ছে। এর ফলে পর্যটকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কারণ ভিসা ফি ছাড়াও বিমান টিকিট এবং হোটেল বুকিংয়ের জন্য অর্থ ব্যয় করতে হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, শুধু বিমানের টিকিট ও হোটেল বুকিং জমা দিলেই হবে না। ভ্রমণকারীদের প্রমাণ করতে হবে যে তাদের কাছে দুবাইয়ে থাকার জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে। হোটেলে থাকার জন্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে অন্তত ৫০ হাজার টাকা থাকা বাধ্যতামূলক। এছাড়াও, শেষ তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং প্যান কার্ডের কপি জমা দিতে হবে।

আর পড়তে পারেন