মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বানভাসিদের কষ্ট

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৩, ২০১৯
news-image

শরীফ সাথীঃ

ভাবতে পারো কেউ?
শমশমাশম বৃষ্টির সাথে
হঠাৎ নদীর ঢেউ।

ইচ্ছে মতোন বিপদসীমা
পাড়ি দেয় জলরাশি,
বাঁধ ভেঙে যায়, যাই ডুবে তাই
বন্যাতে সব ভাসি।

বসতবাড়ি ক্ষেতের ফসল
জলের তলে হায়!
কী করি উপায়?

বানভাসিদের কষ্ট,
সুখের জীবন অতীত হয়ে
আজ যেন সব নষ্ট।

 

আর পড়তে পারেন