শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি অভিবাসী

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২, ২০২২
news-image

-দেবব্রত ঘোষ

স্বল্প সময়ে বেশি কামাই
এই বাসনায় বিদেশ যাই।
স্বপ্নে ভাসে টাকার পাহাড়
যখন নিত্য কাটে অনাহার।

আছে সন্তানের ভবিষ্যত, স্ত্রীর বাসনা
মা-বাবার চিকিৎসা, দেশের ভাবনা।
কোথাও কূলকিনারা না পাই,
নিজে বাঁচি, পরিবার বাঁচাই,
তাই তো আমি ভিন দেশে যাই।

উচ্চ বেতন, স্বচ্ছ জীবন
নিরাপত্তায় জীবন গঠন
প্রাণের টানে যাই যে সেথায়
ঘুচবে দহন যাতন যেথায়।

বুঝি না কিছু নিজে
কোথাও না যাই যেচে।
জানি না কোথায় গেলে
সঠিক পথ ও তথ্য মেলে।
খাই ধরা দালালের ফাঁদে
যন্ত্রণায় প্রবাস জীবন কাঁদে।

প্রশিক্ষণে জানব কাজ, শিখবো ভাষা
খুঁজবো সত্য, মিটবে আশা, প্রত্যাশা ।

জানবো সঠিক তথ্য, গুজবে না দেব কান
শর্তমতে করবো কর্ম, রাখবো দেশের মান।

আর পড়তে পারেন