শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চলতি বছরে বলিউডের যে ছবিগুলো ১০০ কোটির ঘরে

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৮, ২০১৭
news-image

 

ডেস্ক রিপোর্ট :

বলিউডের ছবি মানেই বক্স অফিসে খানদের আদিপত্য। কিন্তু চলতি বছরে খানদের রাজত্ব চোখে দেখার মত ছিল না। বক্স অফিসে ১০০ কোটির ঘরে পা রাখলেও ছবির বাজেট অনুযায়ী আয় করতে পারেনি তাদের ছবি। শাহরুখ-সালমানের ছবি টেনে-টুনে ১০০ কোটি রুপি আয় করলেও আমির খান ছিলেন ধরা ছোয়ার বাহিরে। এ বছরে শাহরুখ ছাড়া বাকি দুই খানের একটি করে ছবি মুক্তি পেয়েছে। তবে এই মাসের ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সালমানের আলোচিত সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’।

এদিকে খানদের রাজত্ব না থাকলেও বক্স অফিসে বাজিমাত করেছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান সহ হাতে গোনা কয়েকজন তারকা। তবে বক্স অফিসে সবচেয়ে আলোচিত সিনেমা ছিল দক্ষীণি সুপারস্টার প্রভাসের বাহুবলী-২।

এ বছরে শত কোটির যাত্রা শুরু হয় শাহরুখের ‘রইস’ আর হৃত্বিকের ‘কাবিল’ ছবি দিয়ে। আর শেষ হয়েছে অজয়ের’গোলমাল এগেইন’ দিয়ে। আজকের আয়োজন চলতি বছরে বলিউডে যে সিনেমাগুলো শত কোটির ঘর পার করেছে।

রইস
এ বছর ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘রইস’ সিনেমা। আলোচিত এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ১৩৭.৫১ কোটি রুপি। শাহরুখ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন মাহিরা খান, নেওয়াজ উদ্দিন সিদ্দিকী প্রমুখ।

কাবিল
শাহরুখের সাথে একই দিনে মুক্তি পায় হৃত্বিক রোশনের রোমান্টিক সিনেমা ‘কাবিল’। ৬০ কোটি বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে আয় করে ১০৩.৮৩ কোটি রুপি। সানজায় গুপ্তা পরিচালিত কাবিল ছবিতে হৃত্বিক বিপরীতে অভিনয় করেছেন ইয়ামি গোওতম।

জলি এলএলবি ২
অক্ষয় কুমার অভিনীত জলি এলএলবি-২ ছবিটি মুক্তি পায় চলতি বছরের ১০ফেব্রæয়ারি। ৪৫ কোটি বাজেটে ছবিটি আয় করে ১১৭ কোটি রুপি। এই ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেন হুমা কুরাইশি।

বাদ্রীনাত কি দুলহানিয়া
তরুন অভিনেতা বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট অভিনীত ‘বাদ্রীনাত কি দুলহানিয়া’ ছবিটি মুক্তি পায় ১০ই মার্চে। ৪২ কোটি বাজেটের এই ছবিটি আয় করে ১১৬.৬৮ কোটি রুপি। ছবিটি পরিচালনা করেন করণ জহর।

বাহুবলী টু দ্য কনক্লুশন
ভারতের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ‘বাহুবলী টু দ্য কনক্লুশন’। প্রভাস অভিনীত এই ছবিটি বক্স অফিসে আয় করে ৫১০.৯৯ কোটি রুপি। এস এস রাজামৌলি পরিচালিত এই ছবিতে আরো অভিনয় করেন রানা ডাগুবাতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, সাথয়ারাজ প্রমুখ। ২৫০ কোটি বাজেটের ছবিটি বিশ্বব্যাপী আয় করে ১৭০০ কোটি রুপি।

টিউবলাইট
সালমান খান অভিনীত ২৩ জুলাই মুক্তি পাওয়া ‘টিউভলাইট’ সিনেমাটি বক্স অফিসে তেমন কোন সুবিধা করতে পারেনি। ১২০ কোটি বাজেটের ছবিটি আয় করে ১১৯.২৬ কোটি রুপি। কবির খান পরিচালিত এই ছবিতে অভিনয় করেন সালমান খান, সোহেল খান, জু জু, প্রমুখ। সালমানের অনুরোধে এই ছবিতে অতিথির চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান।

টয়লেট: এক প্রেম কথা
আলোচিত নামে এই ছবিটি মুক্তি দেওয়া হয় ১১ আগস্ট। ৮৫ কোটি বাজেটের এই ছবিটি বক্স অফিসে আয় করে ১৩৪.২২ কোটি রুপি। অক্ষয় কুমার অভিনীত ছবিটি পরিচালনা করেন শ্রী নারায়ণ সিং।

জুড়য়া-টু
সালমান খান, কারিশমা কাপুর, রম্ভা অভিনীত নব্বই দশকের হিট ছবি ‘জুড়য়া’র সিক্যুয়েল ‘জুড়য়া-টু’। চলতি বছরের ২৯ সেপ্টেম্বর মুক্তি পায় ছবিটি। বরুণ ধাওয়ান, জ্যাকুলিন ফার্নান্দেজ, তাপসি পান্নু অভিনীত এই ছবিটি আয় করে ১৩৮.৬৮ কোটি রুপি। ৮০ কোটি বাজেটের জুড়য়া-টু পরিচালনা করেন ডেভিড ধাওয়ান।

গোলমাল এগেইন
চলতি বছরে ‘বাহুবলী-২’র পর সবচেয়ে ব্যাবসা সফল সিনেমা ‘গোলমাল এগেইন’। ১০০ কোটি বাজেটের ছবিটি আয় করে ২০৫.৩২ কোটি রুপি। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন, অজয় দেবগান, পরিনিতি চোপরা, তাবু, তুসার কাপুর, কুনাল, প্রকাশ রাজ প্রমুখ।

২০১৭ সালে এখন পর্যন্ত এই নয়টি সিনেমা ছাড়া আর কোন ছবি ১০০ কোটি রুপির ঘরে পৌঁছাতে পারেনি। তবে এই বছরে ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি। এদিকে সিনেমহলে অনেকেই মনে করছেন সালমানের ছবি নতুন রেকর্ড তৈরি করবে। (পরিসংখ্যান বলিউড হাঙ্গামা )।

আর পড়তে পারেন