বিএনপি নেতা আরিফুর রহমান ও ছাত্রদল নেতা বাবলুর পিতার মৃত্যুতে ডা: তাহেরের শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি ঃ
কুমিল্লা দ. জেলা বিএনপি’র সদস্য, ৯০’র দশকে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও চৌদ্দগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আরিফুর রহমান এবং চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ পাটোয়ারী বাবলুর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রামের সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
গত রবিবার রাতে এক শোকবার্তায় তিনি বলেন, আরিফুর রহমান জাতিয়তাবাদী শক্তির এক প্রাণপুরুষের নাম। মেধাবী ও কর্মীবান্ধব এই সংগঠককে হারানোর ক্ষত পূরণ হবার নয়। আরিফুর রহমানকে হারিয়ে চৌদ্দগ্রামবাসী জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির এক প্রাণপুরুষকে হারালো। এছাড়াও তিনি ছাত্রদল নেতা বাবলুর পিতা এবং ফেলনার মানিক মিয়ার ইন্তেকালেও গভীর শোক প্রকাশ করেন। শোকগ্রাস্থ ৩টি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর নিকট নিহতদের জান্নাতি মর্যাদা কামনা করেন ডা: তাহের।