সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিপিএলে এক বলে ১৫ রান, নতুন বিশ্বরেকর্ড

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩১, ২০২৪
news-image

ডেস্ক রিপোর্ট:

খুলনা টাইগার্সের দেওয়া ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে চিটাগাং কিংস। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে চিটাগাংয়ের দরকার ছিল দারুণ একটি শুরু। আর সেই শুরু এনে দিয়েছেন খুলনার বোলার ওশান থমাস। একের পর এক নো-বল ও ওয়াইডে তিনি এক বলেই দিয়েছিলেন ১৫ রান।

ইনিংসের প্রথম বলেই চিটাগাংয়ের ওপেনার নাইম ইসলাম আউট হলেও তিনি বেঁচে গিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই বলেই উঠল ১৫ রান। এর ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে এক বলে সবচেয়ে বেশি রান করার নতুন বিশ্বরেকর্ড গড়ল বিপিএল।

এর আগে এক বলে ১৩ রান নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি করেছিলেন এই ভারতীয় ওপেনার। সেবার ৭ রান তিনি পেয়েছিলেন নো-বল থেকে এবং ১টি ছিল ছক্কা।

আর পড়তে পারেন