বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও সফল হবে না আ.লীগ: উপদেষ্টা আসিফ

বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও সফল হবে না আ.লীগ: উপদেষ্টা আসিফ
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় ছয় মাস পর আওয়ামী লীগ আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে চেষ্টা চালাচ্ছে। ফেব্রুয়ারি মাসজুড়ে দলটি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। তবে সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ এসব কর্মসূচির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও তারা সফল হবে না।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই আওয়ামী লীগ সুযোগ খুঁজছে। তারা নতুন করে কর্মসূচি দিয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে তাদের এসব প্রচেষ্টা ব্যর্থ হবে।
আসিফ মাহমুদ বলেন, “৫ আগস্টের পর থেকেই তারা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি।”
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এ বিষয়ে খুবই উদ্বিগ্ন। মানুষ চায় না আওয়ামী লীগ তাদের মতাদর্শ ও নাম ব্যবহার করে আবারও কোনো গণহত্যার মতো ঘটনা ঘটাক। কারণ এটি বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগ অনেকবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, কিন্তু এবার তারা তা করতে পারবে না।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে লিফলেট বিতরণ, অবরোধ ও হরতালের মতো কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য দলটির কর্মীরা সারাদেশে লিফলেট বিতরণ করছে।