বুড়িচংয়ে ১৪০ কেজি গাঁজা উদ্ধার,আটক ১

বুড়িচংয়ে ১৪০ কেজি গাঁজা উদ্ধার,আটক ১
কুমিল্লা বুড়িচংয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ অক্টোবর) অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুমিল্লার তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জ, বুড়িচং থানার নেতৃত্বে ১নং রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রাম দক্ষিণপাড়া এলাকার হান্নান মিয়ার দিঘির পশ্চিম পাড় থেকে ১৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ ফিরোজ মিয়া গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ ফিরোজ মিয়া বুড়িচং থানার রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রাম দক্ষিণ পাড়ার মৃত হুমায়ূন কবিরের ছেলে।
এ ঘটনায় বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অনুসারে মামলা দায়ের করা হয়েছে।