শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে কৃত্রিম মোড়ক দ্বারা  পণ্য সামগ্রী ব্যবহার করায় জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৫, ২০১৯
news-image

 

শাহ ইমরানঃ

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল ফজল মীর এর নির্দেশনায় কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা নামক স্থানে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের  নির্বাহী  ম্যাজিস্ট্রেট  মোঃ মারুফ হাসান। এ সময় উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের মুখ্য পরিচালক  মোঃ সিরাজুল ইসলাম।

মোবাইল কোর্ট পরিচালনাকালে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক দ্বারা পণ্য বা পণ্য সামগ্রী মোড়কজাতকরণ,বিক্রয় ও বিতরণ করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ মারুফ হাসান জানান, জেলা প্রশাসন কুমিল্লার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন