বুড়িচংয়ে পুলিশ সদস্যসহ করোনায় আক্রান্ত ৫ জন

স্টাফ রিপোর্টার:
শনিবার কুমিল্লার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যসহ পজেটিভ এসেছে ৫ জনের । এছাড়া গত শুক্রবার পজেটিভ এসেছে ২০ জন। সর্বমোট গত দুই দিনে করোনা ভাইরাস সংক্রমণের ফলাফল পজেটিভ এসেছে ২৫ জন।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মীর হোসেন মিঠু জানান, বুড়িচং উপজেলায় মোট করোনা ভাইরাস সংক্রমণের ফলাফল পজেটিভ এসেছে ৫ জনের।
এর মধ্যে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এক জন পুলিশ সদস্য হাসান আল মামুন (২৩),বুড়িচং উপজেলা সদরের নাজমুল হাসান (২২)ও রাম দেবনাথ (৩৬), ময়নামতি ইউনিয়ন এর শাহদৌলত পুর গ্রামের ছাদেকুর রহমান (৫৫)একই ইউনিয়ন এর ফরিজপুর গ্রামের তাজুল ইসলাম (৫০)। এছাড়া গত শুক্রবার উপজেলার বিভিন্ন গ্রামের নমুনা পরীক্ষার ফলাফলে পজেটিভ এসেছে ২০ জন।