বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ট্রাক চাপাঁয় দলিল লিখক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১১, ২০১৭
news-image

 

মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক চাপাঁয় খোরশেদ আলম (৪২) নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ফায়ার সার্ভিসের সামনে এ দুঘর্টনা ঘটে। বিকেল ৪ টার দিকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত খোরশেদ আলম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের ফজলুল হকের ছেলে । তিনি চৌদ্দগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি ভেন্ডার আলী আহম্মদের একমাত্র জামাতা।

স্থানীয় সূত্র জানায়, সকাল ১০ টার সময় বাড়ি থেকে মোটরসাইকেল যোগে চৌদ্দগ্রাম বাজারস্থ রেজিস্ট্রি অফিসে আসার পথে ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে খোরশেদ আলম গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় খোরশেদকে উদ্ধার করে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে যায়। বিকেলে চিকিৎসাধীণ অবস্থায় তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

আর পড়তে পারেন