বুড়িচংয়ে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত
মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লার বুড়িচংয়ে বাস চাপায় আবুল খায়ের (৫৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল খায়ের চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের হাড়িখোলা গ্রামের মৃত ছোবহান ফকিরের ছেলে। পেশায় পল্লী চিকিৎসক হওয়ায় এলাকায় ডাক্তার আবু নামে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে চান্দিনা থেকে কোরপাই যাওয়ার পথে কোরপাই বাজার সংলগ্ন এলাকায় উল্টো পথে প্রবেশ করেন আবুল খায়ের। এসময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে মারাত্মক আহতাবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার সার্জেন্ট মামুন বিষয়টি নিশ্চিত করেন।