শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে সিএনজির চাপাঁয় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৭, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

রাস্তা পারাপারের সময় কুমিল্লার বুড়িচং শাসনগাছা সড়কের মাহাজনবাড়ি এলাকায় সিএনজি চালিত অটোরিকসার চাপায় সুলতান (১০) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত সুলতান কুমিল্লা সদরের শাসনগাছা ফোরকানিয়া মাদ্রাসার হাফেজিয়া নাজেরা বিভাগের শিক্ষার্থী।

বুধবার ( ২৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান শাসনগাছা মোল্লাবাড়ির  আব্দুর রউফ এর বড় ছেলে।

ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ও মাদ্রাসা শিক্ষার্থীরা মাদ্রাসার সামনের সড়কে স্পিড ব্রেকার নির্মাণের দাবীতে শাসনগাছা বুড়িচং সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা দ্রুত স্পিড ব্রেকার নির্মাণ আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘাতর সিএনজি চালক ব্রাহ্মণপাড়া ডগড়াপাড়া এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে পরান (৪০) কে আটক করেছে স্থানীয়রা।

এবিষয়ে কোন মামলা করতে রাজি হয়নি নিহতের পরিবার ও স্বজনরা।

আর পড়তে পারেন