বোমা হামলা দুই হাসপাতালে, ইসরায়েলি হাসপাতাল কেন শিরোনামে?

ইসরাইল-ইরান সংঘাতে সাম্প্রতিক দুটি ট্র্যাজেডির বিষয়ে বিশ্ব মিডিয়ায় সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে, যা নিয়ে ইরানের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
ইসরাইলের বেঁরশেবা শহরের একটি হাসপাতালে হামলার খবর দ্রুত আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক কভারেজ পেয়েছে। অন্যদিকে, এর মাত্র তিন দিন আগে ইরানের কেরমানশাহ শহরের একটি হাসপাতালে হামলার ঘটনা প্রায় অগোচরেই থেকে গেছে।
এর পেছনে একটি বড় কারণ হলো, ইসরাইল সাংবাদিকদের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করে। বিদেশি সাংবাদিকদের ঘটনাস্থলে প্রবেশ করতে দেওয়া হয়, কর্মকর্তারা নিয়মিত ব্রিফিং দেন এবং সংবাদমাধ্যমগুলো স্বাধীনভাবে রিপোর্ট করতে পারে।
কিন্তু ইরানের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। সেখানে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়, দেশীয় মিডিয়ায় কঠোর সেন্সরশিপ প্রয়োগ করা হয় এবং ইন্টারনেট ব্যবহারেও বিধিনিষেধ থাকে। ফলে শুধুমাত্র অস্পষ্ট ভিডিও বা সাধারণ মানুষের শেয়ার করা তথ্যই সংবাদের উৎস হয়ে থাকে।
ইসরাইলে হামলার পর দ্রুত হতাহতের সংখ্যা ও নিয়মিত আপডেট দেওয়া হয়। কিন্তু ইরানে, ইসরাইলি হামলার দুই দিন পর মোট ২২৪ জন নিহতের খবর দেওয়া হলেও কোনো নির্দিষ্ট স্থানভিত্তিক বিশ্লেষণ প্রকাশ করা হয়নি। পরের দিন কেরমানশাহর হাসপাতালে হামলা হলেও এর বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
মিডিয়ার স্বাধীনতা ও স্বচ্ছতার অভাবে ইরানের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্ববাসীর চোখের আড়ালেই থেকে যায়। শোকাহত পরিবারগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের বেদনা প্রকাশের চেষ্টা করলেও ব্যক্তিগত পোস্ট কখনোই পেশাদার সাংবাদিকতার বিকল্প হতে পারে না।
যুদ্ধের সময়ে যখন দৃষ্টিভঙ্গিই প্রতিক্রিয়া নির্ধারণ করে, তখন কেরমানশাহর মতো ঘটনাগুলো চেপে যাওয়া বা অস্পষ্ট রাখার মানে হলো—সেন্সরশিপ ও বিচ্ছিন্নতার কারণে বড় ট্র্যাজেডিও বিশ্বের নজর এড়িয়ে যেতে পারে।