ব্যাংক এশিয়া ও তিতাস রোটারী ক্লাবের শীতবস্ত্র বিতরণ
জাকির হোসেন হাজারী:
রোটারী ক্লাব অব তিতাসের উদ্যোগে এবং ব্যাংক এশিয়ার সহযোগিতায় কুমিল্লার গরীব দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২১ জানুঃ রোববার সন্ধ্যায় তার দাউদকান্দি গৌরীপুর বাজারে রোটারী ক্লাব অব তিতাসের কার্যালয়ে এ কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার গেীরীপুর শাখার ম্যানেজার মোঃ আফজালুর রহমান, ক্লাবের সাবেক সভাপতি(আইপিপি) গাজী মাজাহারুল ইসলাম, বর্তমান সভাপতি হালিম সরকার, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য দেলোয়ার , শাহজালাল প্রমূখ।