ব্রাহ্মণপাড়ায় ত্রাণ বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৯
ব্রাহ্মণপাড়ায় ত্রাণ বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ত্রাণ বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ৯ জন।
বুধবার বিকেল ৫ টায় উপজেলার দুলালপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহত সকলে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
আহতদের সূত্রে জানা যায়, হামলাকারী কাশেম (গংদের) সাথে ত্রাণ বিতরণের বিভিন্ন বিষয় নিয়ে গত দুদিন আগে কথা কাটাকাটি হয় মৃত. আলী আমদের ছেলে দুলাল মিয়া ও ত্রাণ বিতরণকারী অন্যদের সাথে। এতে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাদের বাড়ির সামনে রাস্তা বন্ধ করে দেয়। এই নিয়ে বিকাল ৫ টায় দুলালপুর বাজারের দুলাল মিয়ার মিষ্টি দোকানের সামনে কথা কাটাকাটি হলে দুলালপুর উত্তরপাড়া গ্রামের কাশেমের নির্দেশে তার ছেলে শিপন ও আলমগীর, মোঃ আলী, আলী মিয়ার ছেলে সাকিব, মৃত. মতিন মিয়ার ছেলে তারামিয়া, তার ছেলে মান্নান, হান্নান, জহির মিয়ার ছেলে নজু, কাদেরের ছেলে ইউসুফ, কামরুল (চৌকিদার), সাইদুল, ইউসুফ মিয়ার ছেলে রিয়াদ, আব্দুল মান্নানের ছেলে আনোয়ার এবং মান্নানসহ আরও ১০/১২ জন হামলা চালায়।
তাদের হামলায় আহতরা হলেন, মৃত. আলী আহাম্মেদের ছেলে দুলাল মিয়া (৪৬) তার ছেলে তাওহিদ (২৪), মুজাহিদ (২০), মোবারক হোসেনের ছেলে সজীব (২৪), আব্দুল আলীমের ছেলে আরিফুল ইসলাম (২২), কাজল মিয়ার ছেলে বাছির (২০), রমিচ উদ্দিনের ছেলে মোতালেব (৩৬), ফরিদ মিয়ার ছেলে ওসমান (২৫), আল-আমিন (২০) পিতা অজ্ঞাত। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।











