ব্রাহ্মণবাড়িয়া ফুটবল দলে ১৫ বছরের ঊর্ধ্বে একাধিক খেলোয়াড় খেলানোর অভিযোগ

ইউসিবি বাফুফে অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ প্রতিযোগিতায় ১৫ বছরের ঊর্ধ্বে অন্তত আটজন খেলোয়াড় খেলানোর অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের বিপক্ষে।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা দলের টিম ম্যানেজার মোস্তাফিজুর রহমান সোহেল ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে লক্ষ্মীপুর জেলা দলের তিন ম্যানেজার মোস্তাফিজুর রহমান উল্লেখ করেন, উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় আমাদের বিপক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলে অন্তত আটজন খেলোয়াড়ের বয়স ১৫ বছরের ঊর্ধ্বে ছিল। যদিও প্রতিযোগিতার নির্ধারিত বয়সসীমা ছিল ১৫ বছর। ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের ১, ৩,৫,৯,১০,১৩,১৫ ও২৩ নং জার্সিধারি খেলোয়াড়ের বয়স অন্তত ১৮ থেকে ২০ বছরের মধ্যে হবে, যা টুর্নামেন্টের নিয়ম ভঙ্গ করে। তাই কুমিল্লা জনের ব্রাহ্মণবাড়িয়া জেলা দলসহ সকল দলের খেলোয়াড়দের সঠিক বয়স নির্ধারণের জন্য পুনরায় বোন মেডিকেল টেস্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের টিম ম্যানেজার এডভোকেট মোশারফ জানান, তাদের আনীত অভিযোগ সঠিক নহে।
তবে এ বিষয়ে অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লিগ কমিটি চেয়ারম্যান ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মঞ্জুরুল করিম জানান, তারা ফেডারেশনে অভিযোগ জানিয়েছে। যারা খেলছে তাদের জন্ম সনদ অনুযায়ী সঠিক আছে। তবে বিষয়টি তদন্ত করা হবে।
উল্লেখ্য যে , সোমবার বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা দল ৪-২ গোলে লক্ষ্মীপুর জেলা দলকে হারিয়েছে।