মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতীয় মিডিয়ার আচরণ দুই দেশের স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৩০, ২০২৪
news-image

ভারতীয় মিডিয়ার আচরণ দুই দেশের স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুই দেশের স্বাভাবিক সম্পর্ক স্থাপনে সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সেমিনারের শিরোনাম ছিল ‘বাংলাদেশ–ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ’।

তিনি বলেন, “বাংলাদেশের সাম্প্রতিক কিছু ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার চালাচ্ছে, তা দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয়। আমি প্রথম থেকেই বলছি, এটি দুই প্রতিবেশী দেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় অন্তরায় সৃষ্টি করছে।”

দেশীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমাদের গণমাধ্যমগুলোর দায়িত্ব হওয়া উচিত ভারতীয় মিডিয়ার মিথ্যাচারগুলো তুলে ধরা এবং সেগুলো শক্তভাবে উপস্থাপন করা।”

সীমান্ত হত্যার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমি অনেক দেশ ভ্রমণ করেছি। সব দেশেই অপরাধী থাকে। কিন্তু কোনো দেশেই সীমান্তে গুলি করে হত্যা করা হয় না। ভারতের উচিত সীমান্তে অপরাধীদের আটক করে তাদের আইন অনুযায়ী বিচার করা। গুলি করে হত্যা করা কোনো সমাধান নয়।”

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তৌহিদ হোসেন বলেন, “জাতীয় ঐক্যের অভাবে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই ঐক্যমত্য প্রয়োজন।”

প্রতিবেশী এবং শক্তিশালী দেশগুলোর প্রভাব মোকাবিলার প্রসঙ্গে তিনি বলেন, “প্রভাব বিস্তার সব সময় থাকবে। তবে আমাদের নিজেদের ঘর গোছাতে হবে যাতে কেউ অযাচিত প্রভাব বিস্তার করতে না পারে।”

বাংলাদেশ কারও জন্য হুমকি নয় উল্লেখ করে তিনি বলেন, “আমরা কাউকেও আমাদের জন্য হুমকি হয়ে উঠতে দিতে পারি না। আমাদের মূল লক্ষ্য হবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানো।”

আর পড়তে পারেন