ভালোবাসা শব্দটাই আমাদের জীবনের অনেক কিছু বদলে দিতে পারে
আবরার আল দাইয়ানঃ
ভালোবাসা শব্দটাই আমাদের জীবনের অনেক কিছু বদলে দিতে পারে।ভালোবাসা সবসময় আমরা বিশেষ দিনেই প্রিয়জনের সাথেই ভাগ করেই নেই।
কিন্তু আজকের এই ভালোবাসা দিবসটা ভিবিডি কুমিল্লার প্রতিটি ভলান্টিয়ারের নিকট ছিল ভিন্ন। কেননা ভিবিডি কুমিল্লা এই ভালোবাসা দিবসে উদযাপন করেছে সমাজে সেইসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে। যারা সমাজে সচরাচর সবার থেকে ভালোবাসা জিনিসটি পায় না তাদের সমাজে দেখা হয় ভিন্ন চোখে। আমরা ভিবিডি কুমিল্লা আজ সারাদিন সময় কাটিয়েছে এইসব শিশুদের সাথে খেলাধুলা থেকে শুরু করে তাদের হাতে তুলে দিয়েছি তাদের প্রয়োজনীয় সব জিনিস। তাদের মুখের যে হাসি আমরা দিন শেষে দেখেছি তাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি ।
কুমিল্লা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ভিবিডি কুমিল্লার উদ্যোগে এই ইভেন্ট সফলতার সাথে শেষ করা হয়।এই ইভেন্টে যেসকল ভলান্টিয়ার উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে ভিবিডি কুমিল্লার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।