শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভুয়া মুক্তিযোদ্ধা নামক ফেইসবুক আইডিতে আজাদের ছবি ব্যবহার, থানায় জিডি

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৯, ২০২৪
news-image

সালাউদ্দিন সোহেল:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর গ্রামের আমির আলীর ছেলে প্রবাসী আজাদের ছবি এবং মোবাইল নাম্বার ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া মুক্তিযোদ্ধা নামক একটি আইডি খুলে নানান অপকর্ম চালাচ্ছে একটি মহল।

বিষয়টি প্রবাসী আজাদ এবং তার পরিবারের নজরে আসলে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য গতকাল ১৮ ই সেপ্টেম্বর মঙ্গলবারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেন আজাদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস পিংকি।

এ বিষয়ে আজাদ বলেন, গত কয়েকদিন ধরেই আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভুয়া মুক্তিযোদ্ধা নামক একটি ফেসবুক আইডিতে আমার নাম এবং মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্ন ধরনের দেশদ্রোহী, হয়রানি মূলক অপপ্রচার করে আসছে একটি কুচক্রী মহল। আমি প্রবাসে থাকায় আমার স্ত্রীকে দিয়ে ভবিষ্যৎ নিরাপত্তা এবং আইনি পদক্ষেপের জন্য সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করি।

আর পড়তে পারেন