ভুয়া আইডি নিয়ে বিড়ম্বনায় কুমিল্লায় কুইন্স বিউটি পার্লার

মহিউদ্দিন ভূইয়াঃ
সামাজিক যোগাযোগের এক অন্যতম মাধ্যম হলো ফেসবুক। যার মাধ্যমে খুব সহজেই অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করা যায় কিংবা নিজের মনের ভাব প্রকাশ করা যায়। কিন্তু বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে ফেসবুকের মাধ্যমে নানা প্রতারণার শিকার হচ্ছেন মানুষ। আইডি হ্যাকড হওয়া কিংবা ফেক আইডি খোলার বিষয়টি চরম পর্যায়ে পৌঁছেছে এখন। ফেসবুক বিড়ম্বনা এখন নিত্যদিনের ঘটনা।
এবার ফেসবুক বিড়ম্বনার মধ্যে পড়েছে কুমিল্লা নামকরা বিউটি পার্লার কুইন্স বিউটি পার্লার। একটি ফেসবুক আইডি ঘুরে বেড়াচ্ছে ফেসবুক জুড়ে। দেদারছে নানা আজেবাজে মন্তব্যও করা হচ্ছে এই আইডি থেকে। জানালেন মাসুদ খান ও জুয়েনা, এই ফেসবুক আইডিটি তার নয়। কে এই আইডি খুলেছেন তাও বিউটি পার্লার মালিকের অজানা। যার কারণে খুবই বিব্রতকর অবস্থায় পড়েছেন জুয়েনা আক্তার
এ প্রসঙ্গে কুইন্স বিউটি পার্লার মালিক মাসুদ খান ও জুয়েনা আক্তার বলেন, ‘আমাকে অনেকেই বলেছিলেন ফেইক আইডির কথা, তখন আমি খুব একটা গুরুত্ব দেইনি। কিন্তু এখন আর নিতে পারছি না। আমার পরিচিত লোকের মাধ্যমে এই ফেইক আইডি খোলা হয়েছে। সবকিছু মিলিয়ে খুব খারাপ অবস্থা যাচ্ছে। সেসব আইডি থেকে নাকি অনেকের কাছে টাকা ধার চেয়েছে অনেকবার। অথচ এসবের কিছুই জানতাম না আমি।’
জুয়েনা আরও বলেন, এটা আমার বিউটি পার্লার জন্য অনেক সমস্যা হচ্ছে। আমার মনে হচ্ছে পরিচিতদের মধ্যেই কেউ এই কাজটা করছেন, নয়তো আমার নাম্বার তো পাওয়ার কথা না। এই নিয়ে আমি কুমিল্লায় কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি। সবার কাছে একটাই অনুরোধ ফেইক আইডি থেকে সতর্ক থাকুন ।’