ভোরে মাঠে নামবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা
ভোরে মাঠে নামবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইপর্বে চলতি বছরে শেষ উইন্ডোতে দুইটি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে প্যারাগুয়ের। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে আর্জেন্টিনাকে আতিথেয়তা দেবে প্যারাগুয়ে। দেশটির ৩৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়াম স্তাদিও ডিফেন্সরস দেল চাকোতে বাংলাদেশ সময় ১৫ নভেম্বর (শুক্রবার) ভোর সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে।
এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের কোনো টিভি চ্যানেল। তবে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের জন্য রয়েছে সুখবর। স্পোর্টজফাই অ্যাপ ডাউনলোড করে মোবাইল ফোনে লাইভ খেলা দেখা যাবে। লাইভ স্ট্রিম অ্যাপ ফ্যানাটিজ ইউএসএ তেও ম্যাচটি দেখা যাবে। এছাড়া, ইয়াসিন টিভি অ্যাপ থেকেও সরাসরি দেখা যাবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ।
১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনাকে এখনো পর্যন্ত হারাতে পারেনি প্যারাগুয়ে। ২০১৬ সালের পর প্যারাগুয়ে আর কখনোই আলবিসেলেস্তাদের হারাতে পারেনি। এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা বেশি। তবে প্যারাগুয়ে এবার কী করতে পারে, সেটাই দেখার বিষয়।
ম্যাচে স্থানীয় দর্শকদের জন্য একটি অদ্ভুত নিষেধাজ্ঞা আরোপ করেছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। তারা আর্জেন্টিনা ও লিওনেল মেসির জার্সি পরিধান করে স্টেডিয়ামে আসতে পারবে না।