রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে ভয়াবহ বন্যায় মানুষের হাহাকার, ত্রাণ ও সুপেয় পানির সংকট

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৬, ২০২৪
news-image

 

স্টাফ রিপোর্টার:

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি সময়ে সময়ে অবনতি দিকে যাচ্ছে কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা। রাতব্যাপী ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত থাকলে গত সব বন্যার রেকর্ড ভেঙে যাবে।

উপজেলার গ্রামীণ রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। শিক্ষা প্রতিষ্ঠানেও পাঠদানের কোনো সুযোগ নেই । পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ। মনোহরগঞ্জ উপজেলায় দেবপুর, পোমগাও, যাদবপুরসহ আরো অনেক গ্রামের প্রধান সড়কে হাটুর উপরে পানি।

বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। ত্রাণের জন্য বন্যা এলাকায় হাহাকার অন্যদিকে বাজারে খাদ্য সংকট ও সাপের উপদ্রবে নাকাল বন্যা দুর্গতরা। অনেকের কাটছে নির্ঘুম রাত।

ত্রাণ নিয়ে যাওয়া বিভিন্ন সংগঠন লাকসাম উপজেলায় বিতরণ করে চলে যাচ্ছে আসছে না পাশের উপজেলায় মনোহরগঞ্জে। প্রত্যন্ত অঞ্চলের গ্রামের বাসিন্দারা এখনো ক্ষুধা নিবারণের জন্য কোনো ধরনের সহায়তা পায়নি। যার ফলে সেখানে এখনো খাবার সংকট।

মনোহরগঞ্জ উপজেলায় দেবপুর গ্রামের সুমন হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে লেখেন, ‘ভালো নেই আমাদের গ্রাম আমাদের দেবপুর, মানুষ চার দিকে বন্যা মানুষের হাহাকার, বন্যা পানি বেড়ে চলেছে আমাদের গ্রামের অধিকাংশ জাগা বন্যা কবলিত। আল্লাহ তুমি আমাদের রক্ষা করো।’

শিক্ষিকা ফয়েজুন্নেসা চামেলি বলেন, নলকুপ ও লাইন পানির নিচে হওয়ায় নিরাপদ পানির অভাব। মানুষ না বুঝে এই পানি পান করছে, ফলশ্রুতিতে সবাই অসুস্থ না হয়ে পড়ে।

ঘরে ঘরে ফিটকিরি ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট পৌঁছে দিতে পারলে ভালো হতো।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) উজালা রানী চাকমা বলেন, এখানে বন্যা পরিস্থিতি অবনতির দিকে। আজকে পানি কিছুটা বেড়েছে। মনোহরগঞ্জ উপজেলার অনেক দুর্গম এলাকা রয়েছে যেগুলোতে নৌকা ছাড়া যাওয়া একেবারেই অসম্ভব। আমাদের কাছে নৌকার প্রচুর সংকট রয়েছে।

আর পড়তে পারেন