শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহাপরিচালক অ্যাওয়ার্ড পেলেন কুমিল্লার মুরাদনগরের মেয়ে নীলা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৩, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) কর্তৃক আয়োজিত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৫০ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ২৩৯ জন প্রশিক্ষণার্থীকে পেছনে ফেলে সম্মানসূচক ‘মহাপরিচালক অ্যাওয়ার্ড’ (‘ডিজি’স অ্যাওয়ার্ড ‘) এ ভূষিত হয়েছেন কুমিল্লার মেয়ে মমতাজ মহল নীলা।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং শিক্ষা সচিব জনাব সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।

মমতাজ মহল নীলার বাড়ি কুমিল্লার হোমনার দৌলতপুর এলাকায় । মমতাজ মহল নীলা ৩৪ বিসিএসের একজন কর্মকর্তা এবং বর্তমানে চৌদ্দগ্রাম সরকারি কলেজের সমাজকর্মের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য, মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করার পাশাপাশি সাংস্কৃতিক এবং খেলাধূলায় অসামান্য সাফল্য প্রদর্শন করে তিনি কুমিল্লার জন্য এই গৌরব বয়ে আনেন।

 

 

আর পড়তে পারেন