মুরাদনগরের গাইটুলী গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
করোনা আতঙ্কে সারাদেশে লকডাউনের ফলে বিপাকে পড়েছে দিনমজুর খেটে খাওয়া মানুষজন। বিশেষ করে রিকশা, সিএনজি চালক, দিনমজুরদের কাজ বন্ধ হওয়ায় চরম বিপাকে পরেছে পরিবার নিয়ে। তাদের কথা ভেবে মুরাদনগরের গাইটুলী গ্রামে এ রকম খেটে খাওয়া পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ আলম বাবুর সহায়তায় গ্রামের ৫০ টি পরিবারের মাঝে এসব বিতরন করে।
প্রতিটি পরিবারকে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ, ১ লিটার তেল দেয়া হয়।
সিএনজি চালক সিরাজ মিয়া জানান, দেশের এ পরিস্থিতিতে সিএনজি নিয়ে বের হতে পারি না, ইনকাম বন্ধ। আমরা খামু কি!
এ বিষয়ে রাশেদ আলম জানান, দেশের দুর্যোগের মুহুর্তে খেটে খাওয়া মানুষজন বড় অসহায়। আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। সব বিত্তবানদের উচিত এ সংকটময় মুহুর্তে যার যার অবস্থান থেকে সমাজের দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর।
খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন কামরুল হাসান, হালিম শেখ, সজীব, আরিফ, তানভীর, ইব্রাহিম প্রমুখ।