মুরাদনগরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা
মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে মাঠ কর্মীদের দক্ষতা বারানোর লক্ষে ৩ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার সমাপনী শুক্রবার দিনব্যাপী ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুরাদনগর শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষনে সর্বমোট ৬৮ জন মাঠ কর্মী অংশ গ্রহন করেন। প্রশিক্ষন চলাকালীন সময়ে মাঠ কর্মীরা প্রায় ১৭ লক্ষ টাকার প্রিমিয়াম জমাদিতে সক্ষম হয়।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মফিজুল ইসলাম এভিপি(উন্নয়ন) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসির আহমেদ জোনাল ইনচার্জ (একক) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মুরাদনগর জোন, মোঃ দেলোয়ার হোসেন রিজিওনাল ইনচার্জ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীগঞ্জ জোন।
তিন দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করেন এস.এম একুব প্রিন্সিপ্যাল অফিসার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও মোঃ মোশফেকুল করীম ইন্সট্রাকটর বিআইপিডি।
আরো উপস্থিত ছিলেন মোসাঃ নিলুফ আক্তার, মোঃ নেয়ামত উল্ল্যা সহকারী জোনল ইনচার্জ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মুরাদনগর জোন।
প্রশিক্ষনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ হানিফ মিয়া জেলা কো-অডিনেটর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।