বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় অস্বাভাবিক হারে বাড়ছে খুন-হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩, ২০১৮
news-image

 

 সেলিম সজীবঃ

কুমিল্লায় অস্বাভাবিকহারে বাড়ছে খুন-হত্যা। কারণে অকারণে খুন হচ্ছে মানুষ। আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে খুনীরা। বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসী গোষ্ঠী। ফলে উদ্বেগ উৎকণ্ঠায় কুমিল্লাবাসী।

অনুসন্ধানে জানা যায়, কুমিল্লার মনোহরগঞ্জে নিখোঁজের একদিন পর মো. মর্তুজা মিয়া (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ জুন) দুপুরে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের কেয়ারী গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড আখ্যা দিয়ে হত্যাকাণ্ডের জন্য বৃদ্ধের দ্বিতীয় স্ত্রীকে অভিযুক্ত করছেন প্রথম স্ত্রীর সন্তানেরা। যদিও দ্বিতীয় স্ত্রী এই অভিযোগ অস্বীকার করছেন।

গত ২ জুলাই কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নে কাঠ মিস্ত্রীর ছুরিকাঘাতে সৌদি আরব প্রবাসীর স্ত্রী সেতারা বেগম (৩৪) খুন। কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১নং কালির বাজার ইউনিয়ন এলাকার মনশাষন গ্রামে ইউনুছ মিয়া (৪০) নামে ৪সন্তানের জনকের লাশ উদ্ধার করেছে পুলিশ। (০১ জুলাই) সকালে বাড়ির পাশের একটি বাগানে আম গাছের সাথে গলায় দড়ি লাগানো ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পায় এলাকাবাসী।

স্থানীয়রা পুলিশে খবর দিলে সকাল সারে ১০টায় নাজিরা বাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আর পড়তে পারেন