মুরাদনগরে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলার শিবানীপুর গ্রাম থেকে শুক্রবার বিকালে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বলিদাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আক্তারুজ্জামান লিটন (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে এসআই মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মুরাদনগর-কোম্পানীগঞ্জ রোডের শিবানীপুর কবরস্থানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আক্তারুজ্জামান কে হাতেনাতে আটক করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।