মুরাদনগর উপজেলা যুবদলের ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা
ডেস্ক রিপোর্ট:
দীর্ঘ ১০ বছর পর কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ১ জন আহ্বায়ক, ১ জন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৯ জন যুগ্ম আহ্বায়ক, ১ জন সদস্য সচিব ও ১৯ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
গত সোমবার যুবদলের দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সর্বশেষ ২০১২ সালের মে মাসে মুরাদনগরে যুবদলের আহ্বায়ক কমিটি হয়েছিল।
এদিকে বহুদিন পর মুরাদনগর উপজেলায় যুবদলের নতুন কমিটি হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
মুরাদনগর উপজেলা যুবদলের নতুন কমিটির আহ্বায়ক- মো: সোহেল সামাদ এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মাসুদ রানা। যুগ্ম আহ্বায়কবৃন্দ হলেন- মো: হোসেন, মো: মজিব সরকার, মো: কাউসার আলম সরকার, ইকবাল আহমেদ, মো: জালাল হোসেন খোকা, মো: নূরুল ইসলাম, মো: আজিজ আহমেদ (জুয়েল), মো: বাবুল মোমিন, মো: নূরুল ইসলাম। সদস্য সচিব- সৈয়দ হাসান আহাম্মেদ।