মেঘনায় পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

এম এইচ বিপ্লব সিকদার:
কুমিল্লার মেঘনা উপজেলায় দুটি ব্যাগে ভর্তি ৮ টি পেট্রোল বোম ও ৯ টি ককটেল উদ্ধার করেছে মেঘনা থানা পুলিশ। ৯ অক্টোবর মঙ্গলবার রাত ১১.১৫টায় উপজেলার রাধানগর ইউনিয়নের পারারবন্ধ ব্রিজের পূর্বপাশের পাকা রাস্তার উত্তর পাশের জঙ্গল থেকে এ গুলো উদ্ধার করেন পুলিশ।
রাতে টহল রত পুলিশ ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় অতিরিক্ত পেট্রোলের গন্ধ পাওয়ায় সন্দেহ হলে থানায় ফোন করলে ওসি তদন্ত আমিনুর রশিদ, এস আই আশেকুল ইসলাম, এস আই ছালামত উল্লাহ অনেক খুজাখুজির পর জঙ্গল থেকে বোমা ও ককটেল উদ্ধার করেন।
এ বিষয়ে মেঘনা থানার ভার প্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ সত্যতা নিশ্চিত করেন
মামলার প্রস্তুতি চলছে বলে জানান।