মেসির গোলেও সেমিতে যাওয়া হলো না মায়ামির
মেসির গোলেও সেমিতে যাওয়া হলো না মায়ামির
এমএলএসের তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ইন্টার মায়ামি ও আটলান্টা ইউনাইটেডের মধ্যে আগের দুই ম্যাচে ১-১ সমতা থাকায় শেষ ম্যাচটি হয়ে উঠেছিল সেমিফাইনালে ওঠার লড়াই। মেসি সেই ম্যাচে গোল করে দলকে সমতায় ফেরালেও শেষ পর্যন্ত তার দল ইন্টার মায়ামি ৩-২ গোলে হেরে প্রথম রাউন্ড থেকেই প্লে-অফ থেকে বিদায় নেয়।
প্রতিপক্ষ আটলান্টার মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে ইন্টার মায়ামি এগিয়ে যায়। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখা যায়নি। ১৯ থেকে ২১ মিনিটের মধ্যে আটলান্টার সেনেগালিজ স্ট্রাইকার জামাল থিয়ারে পরপর দুই গোল করে ইন্টার মায়ামিকে স্তব্ধ করে দেন।
প্রথমার্ধের শেষে আটলান্টা ২-১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামির কোচ জেরার্ড মার্তিনো একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন, যা দলের খেলায় গতি যোগায়। ৬৫ মিনিটে মার্সেলো ভাইগান্টের ডান দিক থেকে আসা ক্রসে মাথা ছুঁয়ে গোল করে মেসি ম্যাচে সমতা ফেরান।
মেসির গোলের পরেই আটলান্টার গোলকিপার ব্র্যান্ড গুজান বল নিয়ে সুয়ারেজ, রোহাস ও জর্দি আলবার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন, যা খেলার কিছুক্ষণ বাধাগ্রস্ত করে। এরপর ৭৬ মিনিটে বারতোজ সিলৎসের গোল ইন্টার মায়ামির স্বপ্ন ভেঙে দেয় এবং আটলান্টা ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের বাকি সময়ে ইন্টার মায়ামি মরিয়া হয়ে চেষ্টা চালালেও আর পেরে ওঠেনি।
এই জয়ের মাধ্যমে আটলান্টা ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এবং প্রতিপক্ষ হিসেবে অরল্যান্ডো সিটিকে পেয়েছে। আগামী ২৪ নভেম্বর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।