যুক্তরাজ্যে কুবির অ্যালামনাইদের ইফতার ও মিলনমেলা
চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:
যুক্তরাজ্যে অবস্থানরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো এ আয়েজন করেন দেশটিতে বসবাসকারী বিশ্ববিদ্যালয়টির অ্যালামনাইরা।
সোমবার (২৫ মার্চ) যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেলের বারাকা রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের ৫ম আবর্তনের শাকিলা আক্তার মেরি। তিনি বর্তমানে যুক্তরাজ্যে নিজস্ব ব্যবসায়ের সাথে যুক্ত রয়েছেন।
ইফতারপূর্ব আলোচনায় তিনি বলেন, যুক্তরাজ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এর সবাই একসাথে ইফতার করতে পেরে অনেক ভালো লাগছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে ইফতার আয়োজন করবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর তাদেরকে যেকোনো বিষয়ে পরামর্শ ও সাপোর্ট দেওয়া। আমরা সবাই এখানে একে অপরের বিপদে এগিয়ে আসব ইনশাআল্লাহ।
৮ম আবর্তনের মো. কালাম বলেন, সবাইকে স্বাগতম জানাই আজকের এই সুন্দর ইফতার মাহফিলে শত ব্যস্ততার মধ্যেও উপস্থিত হবার জন্য। আজকে আপনাদেরকে এক সাথে দেখে প্রিয় লালমাটির সেই ছোট্ট ক্যাম্পাসটির চিত্র চোখের সামনে ভেসে উঠেছে। ফিরতে ইচ্ছে হচ্ছে, কুবির সেই পাহাড় বিস্তৃত কেন্দ্রীয় শহিদ মিনারে সন্ধ্যাকালীন আড্ডায়। চোখের সামনে ভেসে উঠেছে, কুবির চমৎকার সেই লাল বাস ধরার দৌড়ের দৃশ্যসহ শত স্মৃতি কথা।
এসময় যুক্তরাজ্যে অবস্থানরত কুবিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন, একাউন্টিং এন্ড ইনফরমেশনস সিস্টেমের ৭ম আবর্তনের খাদিজা আক্তার, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ৪র্থ আবর্তনের মাহবুব আলম ভূঁইয়া, ৮ম আবর্তনের রাসেল খান, প্রত্নতত্ত্ব বিভাগের ৮ম আবর্তনের মোঃ কালাম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস এর ৮ম আবর্তনের মেজবাহ উদ্দিন, উম্মে হানি মজুমদার, ইংরেজি বিভাগের ৮ম আবর্তনের জাহিদুল ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং এর ৯ম আবর্তনের আফরিন সুলতানা, দিদার আলম, ১০ম আবর্তনের রাসেদ রেজা সহ সাবেক শিক্ষার্থীদের পরিবারের সদস্যবৃন্দ।