রাশিয়ার মেয়েকে বিয়ে করে এনে কুমিল্লায় পাসপোর্ট আটকে টাকার জন্য নির্যাতনের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
রাশিয়ার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে কুমিল্লায় এনে বিয়ে করে পাসপোর্ট আটকে রেখে টাকার জন্য নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
কুমিল্লা জেলা সদরের শুভপুর এলাকার ‘ক্ষণিক নিলয়’ নামক বাড়ির নোয়াব আলী মুন্সির পুত্র মানিক দীর্ঘদিন যাবৎ প্রতারণার মাধ্যমে প্রেম করে, সুন্দরী নারীদের কথিত বিয়ের নামে টাকা কামাচ্ছে। মানিকের ৪ জন স্ত্রী রয়েছে।
প্রেমের সম্পর্ক গড়ে কৌশলে রাশিয়ার নাগরিক মাদিনীকে বিয়ে করে। দাম্পত্য জীবনে এক সন্তানের জন্মও হয়েছে তাদের।
রাশিয়ান নাগরিক মাদিনী (৩৫) জানান, প্রতারণা করে মানিক তাকে বাংলাদেশের কুমিল্লা জেলা সদরের শুভপুর ‘ক্ষণিক নিলয়’ বাসায় আনে। এখানে এনে পাসপোর্ট আটকে রাখে সে। দীর্ঘদিন ধরে প্রতারক মানিক ও তার লোকজন টাকার জন্য বিভিন্নভাবে শারিরিক ও মানসিকভাবে অমানুষিক নির্যাতন করে আসছে ।
বৃহস্পতিবার নির্যাতনের খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী তার পাশে দাঁড়ায় । প্রতিবেশী ও এলাকাবাসী জানায়, ওই (ক্ষণিক নিলয়) বাসায় ইতিপূর্বে আরো কয়েকজন নারীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে মানিকের কোন বক্তব্য পাওয়া যায়নি।
প্রতারক মানিকের মা জানান, আগামী ১৭ তারিখের মধ্যেই মানিক বাসায় আসবে। চকবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।