রোজা রেখেই স্পেনের হয়ে খেলবেন ইয়ামাল

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র ও বরকতময় মাস রমজান। এই মাসে ইসলাম ধর্মাবলম্বীরা সিয়াম সাধনায় মগ্ন থাকেন। অনেক ধর্মপ্রাণ খেলোয়াড়ও রোজা রেখেই মাঠে নামেন। খেলার মাঝে ছোট্ট বিরতি নিয়ে তারা ইফতার করে রোজা ভাঙেন। স্প্যানিশ ফুটবলের উদীয়মান তারকা লামিন ইয়ামালও এমনই একজন রোজাদার খেলোয়াড়।
কিছুদিন আগেই চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচে রোজা রেখে মাঠে নেমেছিলেন ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ তারকা সেদিন দলের জয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন। ম্যাচের মাঝে স্বল্প সময়ের বিরতিতে তিনি ইফতারও করেছিলেন। এবার তিনি প্রথম রোজাদার খেলোয়াড় হিসেবে স্পেন জাতীয় দলের হয়ে খেলতে নামবেন।
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে স্পেন। রোববার রাতে অনুষ্ঠিত হবে ফিরতি লেগ। এই দুটি ম্যাচেই স্পেনের প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ইয়ামাল। ম্যাচ দুটির প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে তিনি স্পেন জাতীয় দলে যোগ দিয়ে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন। মাত্র ১৭ বছর বয়সী এই উইঙ্গার তার প্রতিভা ও নিষ্ঠার মাধ্যমে সকলের নজর কেড়েছেন।
গত বছর ইয়ামাল স্পেনের হয়ে দুটি ম্যাচ খেললেও সেসব ম্যাচে তিনি রোজা রাখেননি। তবে এবার তিনি আত্মবিশ্বাসী যে রোজা রেখেও ভালো খেলা সম্ভব। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, ইয়ামাল তার পৈতৃক পরিবারের সম্মানে এবং মুসলিমদের পবিত্র মাসের প্রতি শ্রদ্ধা রেখে রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তার জন্ম স্পেনে, তার বাবা মুনির নাসরাউয়ি একজন মরোক্কান মুসলিম।
তবে ইয়ামাল স্পেন জাতীয় দলে খেলা প্রথম মুসলিম ফুটবলার নন। এর আগে আদামা ত্রাওরে, আনসু ফাতি এবং মুনির এল হাদ্দাদিও স্পেনের জার্সি গায়ে খেলেছেন। তবে ত্রাওরে ও ফাতি রমজান মাসে স্পেনের হয়ে কোনো ম্যাচ খেলেননি। অন্যদিকে, মুনিরের স্পেন জাতীয় দলে অভিষেক হয় ২০১৪ সালের সেপ্টেম্বরে, যা রমজান মাসে ছিল না।
স্পেনে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ২৫ লাখ। রমজান মাসে তারা অন্যান্য দেশের মুসলিমদের মতোই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। এই পবিত্র মাসের শুরুতে স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশের বড় বড় ফুটবল ক্লাব মুসলিম খেলোয়াড়দের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। ইয়ামালের মতো খেলোয়াড়দের জন্য ম্যাচের মাঝে ইফতারের ছোট বিরতির ব্যবস্থাও রাখা হয়। তবে নেশনস লিগের ম্যাচে এই ধরনের বিরতি থাকবে কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইয়ামাল জানিয়েছেন, রোজা রেখে খেলতে তার কোনো সমস্যা হয় না। তিনি বলেন, “মনেই হবে না যে আপনি ক্ষুধার্ত। গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরকে পানিশূন্য রাখা না। বার্সেলোনায় আমি এই বিষয়ে খুব সতর্ক থাকি। ফজরের নামাজ পড়ার জন্য আমি ভোর পাঁচটায় উঠি। এরপর ইলেক্ট্রোলাইট জাতীয় পানীয় পান করি, যা সারাদিন শরীরকে সতেজ রাখে। ইফতারের সময় আমি চিনি এড়িয়ে প্রচুর পানি পান করি। এভাবে সবকিছু নিয়ন্ত্রণে রাখা সম্ভব।”
ইয়ামালের এই দৃঢ়তা ও আত্মবিশ্বাস মুসলিম তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। রমজান মাসে তার এই অর্জন শুধু ফুটবল ক্ষেত্রেই নয়, সামাজিক ও ধর্মীয় দিক থেকেও গুরুত্বপূর্ণ।