সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইতিহাস গড়ে ধোনি-সাঙ্গাকারাদের পাশে মুশফিকুর রহিম

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১, ২০২৩
news-image

ডেস্ক রিপোর্ট:

মুশফিকুর রহিমকে আদর করে তার ভক্তরা বলেন মিস্টার ডিপেন্ডেবল। এই নামের যথার্থতা অবশ্য প্রমাণও করেছেন তিনি। লম্বা ক্যারিয়ারে বরাবরই ব্যাট হাতে আস্থার প্রতীক মুশফিক। পাশাপাশি উইকেটের পেছনেও লম্বা সময় ধরে সার্ভিস দিচ্ছেন তিনি। গ্লাভস হাতে এবার গড়েছেন একটা রেকর্ডও।

প্রথম এবং একমাত্র বাংলাদেশি উইকেটকিপার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে স্টাম্পিংয়ের সেঞ্চুরি করেছেন মুশফিক। আর পুরো ক্রিকেট ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়েছেন মুশফিক।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৩০তম ওভারের প্রথম বলে মেহেদী হাসানকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে খেলতে গিয়ে লাইন মিস করেন সাদিরা সামারাবিক্রমা। এরপর উইকেটের পেছনে মুশফিক যে খুব ভালোভাবে বলটি নিতে পেরেছেন, তা নয়। তবে সময় ছিল যথেষ্ট। দ্বিতীয় সুযোগে স্টাম্প ভাঙতে অসুবিধা হয়নি মুশফিকের। তাতেই আন্তর্জাতিক ক্রিকেটে স্টাম্পিংয়ে তিন অঙ স্পর্শ করেন তিনি।

বাংলাদেশি এই উইকেটকিপার ছাড়া সেঞ্চুরি করা বাকিরা হলেন-মহেন্দ্র সিং ধোণি (১৯৫), কুমার সাঙ্গাকার (১৩৯), কালুভিথারানা (১০১)।

আর পড়তে পারেন