লাকসামে অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি

সেলিম চৌধূরী হীরাঃ
কুমিল্লার লাকসাম উপজেলার ৭নং পূর্ব ইউনিয়নের গাইনেরডহরা বটতলি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার গভীর রাতে লাকসাম পূর্ব ইউনিয়নের গাইনেরডহরা বটতলি বাজারে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে মহিনের মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে আগুন ছঁড়িয়ে পড়ে।
অগ্নিকান্ডে শামীম স্টোর, সোলেমান স্টোর, মহিন স্টোর, আবদুল কাদেরের ওয়ার্কসপ, বিসমিল্লাহ স্টোর, রাজিব দাসের সেলুন, তিশাফুডসহ ৭টি দোকান সম্পূর্ন পুড়ে যায়। খবর পেয়ে লাকসাম দমকল বাহিনীর ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।