মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে জমি সংক্রান্তের জেরে হামলা-ভাংচুরের ঘটনায় নারীসহ আহত ৪

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৬, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দেবিদ্বার উপজেলার রাজামেহারে জমি সংক্রান্তের জের ধরে মারামারির মামলায় সন্ত্রাসী আশিক মিয়াকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আশিক মিয়ার বাবা কবির হোসেন ও তার সঙ্গীরা প্রতিপক্ষ কাদের মিয়ার বাড়িতে হামলা, ভাংচুর মারধর করেন। হামলায় ৪ জন আহত হয়েছে।

আহতরা হলেন, কাদের মিয়ার স্ত্রী তাহেরা বেগম, ফুজায়েল হোসেন, বাহার উদ্দিন, সাইফুল ইসলাম দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে কবির হোসেন নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী অতর্কিতভাবে কাদের মিয়ার বাড়িতে হামলা চালিয়ে মারধর করে হতাহত সহ বাড়িঘর, আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা, স্বর্ণ- অলংকার, লুটপাট করে নিয়ে যায়।

এসময় দেবিদ্বার থানার উপ-পুলিশ পরিদর্শক সোহরাব হোসেন ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামলে আনে।

উপ-পুলিশ পরিদর্শক সোহরাব হোসেন জানান, হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনেন। হামলায় আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আর পড়তে পারেন