রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৫, ২০২৪
news-image

অটোরিক্সা চালক

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে অটোরিক্সা ছিনিয়ে নিয়ে চালককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টার থেকে মোঃ শাহজাহান (১৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহজাহান পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের কাশিপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি পরিত্যক্ত স্টাফ কোয়াটারে অজ্ঞাত অর্ধ গলিত গলাকাটা মরদেহের সন্ধান পায় স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ৯ টায় মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। বুধবার সকালে মরদেহটি ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খান জানান, সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার হলেও পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ। তার গলা কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল।

জানা জানি হলে বুধবার সকালে শাহজাহানের পিতা আব্দুল হান্নান ও মা নুরজাহান বেগম এসে তার মরদেহ শনাক্ত করেন।

পিতা আব্দুল হান্নান জানান, সোমবার সকালে শাহজাহান ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। এরপর আর ফিরে আসেনি।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বুধবারে লাকসাম থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপরাধ) আশফাকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সৌমেন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খান আরও বলেন, সিআইডি’র একটি দল এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ দলসহ পুলিশ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে।

আর পড়তে পারেন