লাকসামে চোর সন্দেহে তিন নারী আটক

সেলিম চৌধুরী হীরাঃ
লাকসাম সরকারি হাসপাতালে এক রোগীর ব্যানেটি ব্যাগ থেকে টাকা চুরি কালে তিন আন্ত:জেলা মহিলা চোরকে আটক করা হয়েছে বলে জানা গেছে৷
আটককৃতরা হলো ব্রাক্ষনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জহির মিয়ার মেয়ে হালিমা আক্তার(২৫),জাহাঙ্গীরের মেয়ে রোজিনা(২৫) ও আলী আকবরের মেয়ে শারমিন (২৬)।
মঙ্গলবার সকালে হাসপাতাল প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। আটককৃতদের লাকসাম থানায় সোপর্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা ও হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আলী জানান, ওইদিন বর্হি;বিভাগে চিকিৎসা নিতে আসা মহিলা রোগীরা লাইনে দাঁড়ানো অবস্থায় ওই তিন মহিলা চোর চুরি কালে শোর চিৎকার শুরু হয়। এ সময় হাসপাতালের কর্মীরা তাদের আটক করে। পরে তাদেরকে লাকসাম থানায় সোপর্দ করা হয়।
লাকসাম থানা পুলিশের এসআই কামাল হোসেন জানায়, অভিযোগ না থাকা তাদের কে ছেড়ে দেয়া হয়েছে।